প্লিজ, হাতটা ধর
একটু এগোই নরম ঘাস - ছাওয়া পথে ;
চল বৃষ্টিতে ভিজে যাই নির্বিঘ্ন উল্লাসে।
আহা! ভেজামাটি অভিজাত ঘ্রাণ
মসৃণ ভেজা দূর্বা, আমরুল - ভূঁইপাট
কচু বন ফুলে ফুলে উল্লসিত
ক্ষেতপাপড়া ছাওয়া মাঠে বিরল আমেজ ;
চলো না একটু বসি
ফলে ফলে সুশোভিত নাগেশ্বরের নীচে।
প্লিজ, এই সজল মধ্যাহ্নে
কষ্ট দিও না!
একটু ভালোবাসো অভিনয়ের মত করে,
স্বর্গীয় হাতটা রাখো এই মানবিক হাতে
বড় একাকী আমি!
এই অবিশ্বাস্য জনবহুল লোকালয়ে।
আহা! ভিজে একাকার হালকুশা, পটপটি ফুল
ঠাণ্ডায় ঝিমায় কূলেখাড়া, কাকমাছি বন
বৃষ্টিতে চকচক করে তেলাকুচা ফল।
চল বসি ঐ ঢিবিটায়
দুধিলতা, তারালতার প্রাকৃতিক গালিচায়
তোমার উষ্ণ সান্নিধ্যে মুছে যাক
শীতল কষ্টের রেখা।
প্লিজ, কোন কথাই যখন রাখবেনা
অন্ততঃ একটা অনূরোধ রাখ
খালি পা'য়ে একটু হাঁটো নরম বৃষ্টিতে
আমি অনন্ত স্বপ্নের মাঝে
তোমার ভেজা পা' দেখবো।।