এখন নতুন ভাবে জীবন যাপন
মৃত্যু ভাষা বদলায় কাল আবর্তনে
আয়ূস্কাল দগ্ধ হয় সত্যের সন্ধানে!
দীপ্র জীবাণু জাগায় শোকার্ত কাঁপন।
অভিশপ্ত নিদ্রালিপ্ত ভ্রষ্টাচারী যুবা
আত্মমগ্নতায় কাটে স্বাপ্নিক সময়
মেধাবী যৌবন মাগে করুণার্দ্র ক্ষয়
অদৃশ্য উল্লাসে ক্লিষ্ট প্রতিভাত প্রভা।

তবে হোক জন্মান্তর, ধ্রুব মৃত্যু যদি -
সত্যভ্রষ্ট সব্যসাচী, ধ্যান মগ্ন হৃদি!
যৌবরাজ্য ধ্বংস হোক সাঙ্গ আরাধনা ;
নিয়মে নিশ্চিহ্ন যথা প্রাসাদ নির্মিতি
দহনে অঙ্গাঁর তথা জৈবিক বাসনা
স্বপ্নচারী নব্যচোখে পুনর্জন্ম দিঠি।।