করোনা শেষে,
এক কাপ চা খাবো
দু'জনে অবশেষে,
রুদ্র প্রকৃতির দুঃসহ দ্রোহকাল শেষে।
না,না,লাল-চা,লেবু-চা কিংবা আদা-চা নয়
সোনালী কাপে ধূমায়িত বাদামী চা ;
কারো মনেই থাকবেনা এতটুকু ভয়।
অন্তরীণ সময়টুকু পেরিয়ে যাবো একদিন
হয়তোবা গৈরিক পথের ধূলোয়
বিগত দিনের স্মৃতির আলোয়
মুখোমুখি রয়ে যাবো নির্বাক পলকহীন।
চিলতে বারান্দায় হাতে হাত কথা হবে তুমুল
হাসির আস্ফালনে ফুটে যাবে
বাগানের সবগুলো ফুল।
এই বিক্ষুব্ধ করোনা কাল তুড়িতে উড়িয়ে
মৃত্যু স্তব্ধ শূন্যতা ছাড়িয়ে
নিঃসীম বনানীর সবুজে ডানা মেলবো
সুনীল দিগন্ত রেখায় জ্বলজ্বলে রংধনু আঁকবো
কাকচক্ষু নদীর জলে ভাসাবো নৌকা
তুমি, আমি হয়তো বা একা নির্জনে
হয়তো বা থাকবো না কেউই নতুন সম্মেলনে।।