পাহাড়ে বৃষ্টি নামে-
অদ্ভুত বেজে চলে বৃষ্টি পতনের ক্যানেস্তারা ;
দুপুর গড়িয়ে বিকেল ও সারা।
হাওয়ারা মাতাল পাহাড়ের গুহায়
জুরাসিক গর্জনে জেগে থাকে ক্লান্তিহীন
স্নাত মুনিয়ার ডানায় ঝুলে, এক চিলতে দিন।
পাহাড়ে বৃষ্টি নামে-
সময়ক্লান্ত নগ্ন বৃক্ষ একপা'য়ে ভিজে,
লীলাবতী সাপ এক বিলি কাটে পিচ্ছিল ঘাসে,
স্খলিত বসনা আরণ্যক প্রহর
তুমুল বৃষ্টির ধারাপাতে দারুণ বিস্রস্ত
এলোকেশী মেঘের বুকে সূর্যের অহম রাহুগ্রস্ত।
পাহাড়ে বৃষ্টি নামে-
ঝড়ো হাওয়ার মাতাল ঘূর্ণাবর্তে
নাচে শাল মহুয়ার বন ;
সজল আকাশের বুক চিরে
ধেয়ে আসে বজ্রের আগুন।
সোনারঙ তিলোত্তমা বালিকা চিবুক
ঝলসে যায় রুপালী বিদ্যুৎ,
দূর দিগন্তে ধাবমান মেঘের নীচে
অটল পাহাড়ের মৌন গম্ভীর অবয়ব
নিরন্তর বিদ্ধ হয়
চঞ্চলা বৃষ্টির সুতীব্র ফলক।
পাহাড়ে বৃষ্টি নামে-
ভিজে ল্যাম্পপোস্ট, বিজ্ঞাপনের হোর্ডিং
কাঁপে স্বপ্ন, অচঞ্চল বৃক্ষরাজি ;
তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা
বহু ক্রোশ দূরে ক্লান্তিতে পথ হারায়!
কিন্তু, আমি তো খুব বেশি দূরে নেই
একান্তই মৃত্যুর কাছাকাছি।।