সবার দৃষ্টি যখন সীমানার ওপারে
আমার দৃষ্টি তখন শুধুই তোমার চোখে।
জীবনের অপ্রাপ্তি রা যখন কান্নায় বিহ্বল
আমি নিজেকে খুঁজি
তোমার আলিঙ্গনে,
হয়ে উঠি আরো তীব্র, আরো সবল।
এভাবেই থেকো বুকের দু - পাশে
সুর হয়ে বেজে উঠিও নিঃশ্বাসে।
আমিও জানান দিব প্রিয়,
বিশ্বাসে তুমিই আমার
রাতের তারা,
ভোরের হিমেল বাতাস,
তোমাকে ঘিরেই আমার
জীবনের হিসেব নিকেশ
পাওয়া না পাওয়ার হাপিত্যেশ।
এতো ভালোবাসি তোমাকে
তবু যদি না ভরে মন,
তবে নাও তোমাকে দিলাম
এক নদী খুন।