অলিক মনের কল্পনা গুলো
করছে আজ উড়ু উড়ু
ফাল্গুনের দিনে তোমার সাথে হবে দেখা
মন যে কাঁপছে দুরু দুরু।
পলাশ হাসছে,উড়ছে শিমুল,
দখিনা বাতাসে উঠেছে ঢেউ,
আমার বুকে আছড়ে পড়ছে তোমার চুল।
চাল নেই, চুলো নেই
এই আমায় ভালোবাসা তোমার ভুল।
তবু আমায় তুমি
আগলে রাখো যদি
আমি হবো তোমার,
জোছনা রাতে চাঁদ দেখার সাথী,
আমিই হবো তোমার
বানে ভাসার ভেলা।
কাটিয়ে দিব বাকি জীবন
খেলে চড়ুইভাতি খেলা।