বৈশাখ এলেই দেখি ,
লাল - সাদা শাড়ী পাঞ্জাবী
খোপায় পলাশ ফুল
গামছা বাঁধা যুগল কাপল,
রাজ পথে সংস্কৃতির অধঃপতনের নগ্ন র‍্যালী
ছিঃ কি বিচ্ছিরি ।

বৈশাখ মানে
কাল বৈশাখী ঝড়,
হঠাৎ হঠাৎ তুমুল বৃষ্টি,
উড়ে যায় ফুটপাতের
কত সোনালী সংসার,
তবু বৈশাখ মানে সংস্কৃতি ,
ছিঃ কি বিচ্ছিরি ।

গত ঈদে এতোটা আমোদ দেখিনি
এ দেশের মানুষের প্রানে ,
এবারের বৈশাখে ১০০ টাকার কাপড়
৩০০ টাকায় বিকিলো ,
মোট জনতার কিছু মাত্র লাল সাদা রঙে রঙিন
বাকি সবাই নীল ।
খুব উচ্চস্বরে বলতে ইচ্ছে করে,
পুঁজি বাদের এই যুগে
সমাজের প্রতিটি মানুষের হৃদয় গহ্বরে
নেমিসিস দিয়েছে খীল ।
তবু  নিজেকে প্রকাশ করি
আমি সবার মত নই,,
এ যেন অন্ধ কাক,
নিজে দেখে না, ভাবে আর কেউ বুঝি দেখেনি
ছিঃ কি বিচ্ছিরি ।

প্রকৃতির অমোঘ দান
বৈশাখে গাছে গাছে আম্রমুকুল
চারিদিকটা কেমন লাল - সবুজ
প্রকৃতিতে প্রানের ছোয়া ।
পরগাছা গুলো
সত্যিকারের গাছগুলোকে জড়িয়ে ধরে,
নিজেকে বাঁচিয়ে রাখে।
হে বাংলাদেশী
কি মোহে এত উচ্ছ্বাস
তুমি যখন মঙ্গল শোভা যাত্রায়
যারা তোমাদের এই সংস্কৃতি দিয়েছেন
তারাই তোমাদের গুলি করে
তারকাটায় ঝুলিয়ে রাখে ।
তোমাদের এত আনন্দ
অথচ দুই দিন হয়নি
নুসরাতকে তোমরা পুড়িয়ে হত্যা করেছ।
ছিঃ কি বিচ্ছিরি , এ সমাজ এ সংস্কৃতি ।

মনে প্রানে একটা র‍্যালি চেয়েছিলাম
যার সম্মুখে থাকবে নুসরাত
তারপর বৈশাখ
পারবে কি তোমরা?
জানি পারবে না ।
তবে ধিক্কার তোমাদের সমাজ,সংস্কৃতি
মিথ্যে ভালোবাসা ।
ছিঃ ! কি বিচ্ছিরি ।