(১)  
একবার প্রেম করেছিলাম
প্রচণ্ড বিশ্বাসে,
চাওয়া ছিলো
আমিই রবো শুধু তোমার নিঃশ্বাসে।
অনেক বিসর্জনে সেই প্রেম
হয়ে গেলো
ধুলো জমা দেয়ালের
খসে যাওয়া আস্তরে
বাঁধাই করা কালো ফ্রেম।

(২)
তারপর আবার প্রেম,
হিসেব কোষে
দেনা পাওনার সুদ মিটিয়ে,
একই সমান্তরালে দুজনে দাড়িয়ে
সাধকের মত ভালবাসি
দুজন দুজনাকে
এখন আমার প্রেমে চাঁদের হাসি।

(৩)
নিঃস্বার্থ প্রেম মানেই ধোঁকা,
না পাওয়ার অপূর্নতা
তুমি একটা বোকা।
স্বার্থের বাঁধ যত দৃঢ়
প্রেম তত উগ্র,জেদী
বেঁচে থাকার লড়াইয়ে
সোনালী সংসার।