সু-স্বাগতম হে নববর্ষ,
তোমাক জানাই অশ্রুসিক্ত
ক্ষত বিক্ষত হৃদয়ের নিরুপম ভালবাসা।
অতীত যে ছিল সে তাঁর
নির্মম হাতে খুন করেছে গনতন্ত্র ,
শুন্য করেছে আমার লাখো মায়ের বুক,
আঁধারে ঢেকে দিয়েছে
লক্ষ সোনালী স্ব্প্ন,
জলে ভাসিয়েছে
ভালবাসায় ভরা অগণিত সংসারের সুখ।
কথা ছিল তোমাকে করবো বরণ ফুলেল শুভেচ্ছায়,
দুঃখিত আমি!
বুক ফেটে যায় হারানোর বেদনায়।
সত্যি বললে,
তোমার আগমনে আজ
মরা বাড়িতে বিয়ের সাজ,
ভেবে পাইনা করবো কি?
বিয়ের না দাফনের কাজ।
হে নববর্ষ
তোমার আগমনে তাই আনন্দ নয় প্রার্থনা ,
যে হায়নার কবলে আজ আমার মায়ের সতীত্ব
তাকে তুমি ধ্বংস করো সমুলে,
তাঁর হাত,পা,মুখ,চক্ষু বেঁধে
ছেড়ে দাও রাজ পথে ,
শকুন ছিড়ে খাক তাঁর বুক।
তবেই আগমনে না হউক
বিদায়ে তোমার ফিরে আসবে আমার মায়ের সুখ।