আগুন, আগুন, আগুন
আগুন লেগেছে আমার শহরে
তীব্রদাহে ছাই হয়ে যাচ্ছে বঙ্গ বাজার,
কে বলেছে বঙ্গ বাজার
আমিতো দেখি দাউ দাউ পুড়ছে
পুরোটা শহর,
না পুরোটা বঙ্গ তে।
এ আগুন নিভিবে সে কোন জলে
জল আসিতে আসিতে সবি যে যাচ্ছে পুড়ে,
সব পুড়ে ছাই,জল এসেছে তবে
যেনো হারানোর আর্তচিতকার
ধুয়ে মুছে পরিষ্কার।
অবাধ অনিয়মের এই শহরে
কি সুন্দর ফুটি তো শিমুল,পলাশ
তীব্রদাহে আজ ফুটিছে মানুষের লাশ।
তবু বীরাচারী রা লিখিবে সফলতার ইতিহাস।
যার গিয়েছে সে-ই বুঝে
কতটা গিয়েছে তার,
আগুনে পুড়ছে পুরোটা শহর
তবু উন্মাতাল রগরগে হাঁসিতে
দুলছে এই শহরের বার।
মানবতা যেখানে বিলীন
কোন মলমে রুধিবে এই বোধের দুয়ার।
বলিবে কি? নব্য ইজারাদার,
আমার সরকার।
অর্থনীতির কুটিল চালে
মানুষ মরছে অনাহারে,
আগুন লেগেছে খাদ্যের গুদামে,
মানুষ কাঁদে প্রতিবাদের রাজপথে,
হরেক রকম বাহারি খাবার
উল্লাস করে তোমার ডাইনিংয়ে।
আগুন লেগেছে আমার শহরে
লেলিহান শিখার তীব্র ছবলে
পুড়ে গেছে আমার সম্ভ্রম।
তুমি কি ভেবেছো?
আমি পুড়ে অঙ্গার, সেথায় তুমি বাঁধিবে ফুলের সংসার,
মনে রেখো
তোমাকে ভাঙ্গিতে আমি হবো আইয়ুব, কিংবা সোলাইমান
গগণ বিদারী উল্লাসে
করিবো তোমাকে অপমান।