আমি ছিলাম মনের মতো
জীবন ছিল জলের মতো
জলের ভীতর তুমি ছিলে ঢেউ,
জলের ঢেউয়ে আমি ছিলাম
রূপালী আলোর কেউ।
স্বপ্ন বিভোর পথ চলায়
স্বপ্ন যখন হাতের মুঠোয় ,
তখন দেখি
জলের ভীতর ঢেউ নিথর।
সেই যে তোমাকে ধরেছি জড়িয়ে বুকে
আজো আছ তুমি চোখে,মুখে, ঠোঁটে
আমিই শুধু শ্যাওলা পরা পাথর বেশে
তোমাতেই থাকি ডুবে
দিনে ও রাতে,মনে ও জলে,
পরে ও শেষে।