শুধু তোমার জন্যে
খুব বেদনার একটা কবিতা লিখবো বলে
বসে আছি সব হারিয়ে,
পাশ ফিরে দেখি
লাল শাড়ি পড়ে তুমি দাঁড়িয়ে।
দু:খ আমার রঙিন হলো,
শুধু তোমার জন্যে।
সারাজীবন থেকো পাশে
বোধের পাহাড় হয়ে।
আমিও তবে লিখবো সুখের কবিতা,
সব দু:খ ভুলে।