এখনও মাঝে মাঝে
তোমার শহরে ধুলো উড়ে
আমার পদাঘাতে।
তুমি তো জানো, আমি কতটা চঞ্চল,
তোমার শহরেই আমি খুব নিশ্চল।  
যেনো পা মরে আসে,যেতে চাই না এই শহর ছেড়ে,
মন বলে তুমি আসবে
চোখ বলে ঐ তো তুমি
দখিনা হাওয়া বলে
দেখো কেমন উড়ছে নীল জমি,
আসলে তোমাকেই খুঁজি।

একদিন এই শহরের বুকে
বলাকার মত উড়েছি,
কাল্পনিক একটা নীল আকাশ এঁকেছি,
সেখানে দিন ছিল রোদ ঝলমল,
বাতাস ছিল হিমেল‌,
জোনাকি পোকার মিটি মিটি বিভা’র সাথে
ছিল ভরা পূর্ণিমা।  
তারও ছেয়ে নিবিড় ছিল তোমার আমার যৌবন।

আজ যোজন যোজন দূরে,
বেশ উড়ছো তুমি হয়তো, তোমার শহরে,
তুমি হয়তো ভুলেই গেছো
সেই পুরোনো শহরের কথা
এখন যার দেয়ালে দেয়ালে
সারা আকাশ জুড়ে শুধু ব্যথা।
এখন আমার কাছে তোমার শহর
কেমন জানি ঝড়া পাতার
ধুলা জমা ধুসর।