ভালবাসতে বাসতে আমি,
এখন এক বিরহের উপত্যকা।
মানবিকতার গল্প বলতে বলতে আমি,
এখন বৈশাখের তপ্তদাহে ক্লান্ত রাখালের উদাস দুপুর।
সংস্কারের গান গাইতে গাইতে আমি
এখন রক্তবমির কঠিন রোগে মরছি ধুঁকে ধুঁকে ।
ভালবাসতে মন লাগে,
মানবিক হতে বোধ লাগ,
সংস্কারে বুদ্ধি,সাহস দুটি লাগে,
এসব হারিয়ে গেছে এখান থেকে অনেক আগে।
সবাই যখন বুঝে গেছে
স্বার্থপরতার গল্পটাতে সফলতার রাণী হাসে,
নিজ ভুমে বসত করে
পরাধীন আমরা কর্ম দোষে।
সব হারানোর পর,
এখন আমি শুধু যুদ্ধ চাই,
একটা পারমানবিক বোমা চাই
একটা ইলেক্ট্রো মাইক্রো ওয়েব অস্ত্র চাই
যেনো একটা আঘাতে বিশ্ব জুড়ে
সকল স্বার্থপরতার শব্দগুলো যায় মুছে।