স্বামী পরিত্যক্ত নারীর
গর্ভে জন্ম নেওয়া শিশুর
অনাহারী কষ্ট তুমি দেখনি,
সুখী হও এই ভেবে
বেঁচেতো আছি!
সন্তানের সম্মুখে পিতার কিংবা মায়ের
পিতার কিংবা মায়ের সম্মুখে সন্তানের মৃত্যু যন্ত্রণা
অথচ কেউ কাউকে ছুঁয়ে দেখে না
কতটা অসহ্য সেই চাপা বেদনা তুমি বুঝনি।
সুখী হও এই ভেবে
বেঁচেতো আছি!
তাচ্ছিল্যের বিচ্ছেদে
কিংবা অভাবের মতো নিত্য বন্ধুর
একটু আঘাতে তোমার
আকাশ ভাঙ্গা আহাজারি,
আমার কাছে তুমি ভীষণ স্বেচ্ছাচারী।
সুখী হও এই ভেবে
বেঁচেতো আছি!
খুব করে দেখা স্বপ্নগুলো
যখনই হাতের নাগালে
তখনি হারিয়ে যাওয়ার কষ্ট,
শুধু নষ্টই করে না জীবন,
ছুয়ে যায় আবেগের মরণ।
সুখী হও এই ভেবে
বেঁচেতো আছি!
তোমার পুর্বে,
তোমার পরে, আসবে যারা এই ভবে,
সকলকেই যেতে হবে মুহুর্তেরো আগে পরে।
নির্মোহ প্রকৃতির এই
অকৃত্রিম ভালোবাসাই সত্য সবার আগে।
সুখী হও এই ভেবে
বেঁচেতো আছি!
জীবন পথের যন্ত্রণার
কতটুকুই দেখেছো তুমি,
নিরাশ হবার আগে
সুখী হও এই ভেবে
বেঁচেতো আছি!
ভুমিষ্ট হবার পর-ই, মরেতো যাইনি!