আমি এক ফেরিওয়ালা,
                কষ্ট বেঁচে খাই।
আমার ফেরার  ঢালা,
           চোখের জলে বোজাই।
তুমি বন্ধু কেমন আছো,
             খুব করে জানতে চাই।


তুমি বন্ধু থাকলে ভালো,
           আমি যে কি সুখ পাই।
আমার কাছে তুমি বন্ধু,
          তোমার কোন বিকল্প নাই।
তুমি বন্ধু কেমন আছো,
               খুব করে জানতে চাই।


এখনও আমি তোমার গলিতে,
               সকাল বিকাল কষ্ট উড়াই ।
লোকে বলে কষ্ট নাকি নীরবে কাঁদে,
             তোমার জানালায় একবার দেখো
আমার কষ্টগুলো শঙ্খ চিলের মতো
      কিচিরমিচির ডাকে উড়ে উড়ে যায়।
তুমি বন্ধু কেমন আছো,
        মনটা যে খুব করে জানতে চায়।