বেশ অনেক বছর
তুমি অভিমানে ঘাট ছাড়া,
সবাই আশা ছেড়ে যার যার মতো।
শুধু আমি দরজার খিল খুলে আবজিয়ে ঘুমাতাম,
জানি তুমি আসবে।
আমার বিশ্বাস সত্যি হলো
তুমি এসেছিলে,
কিন্তু সেটা এতো ক্ষন কালের জন্যে
সত্যি আমি বুঝিনিতো।
এতো তীক্ষ্ণ প্রস্তাব প্রেমের,
দ্রোহের এমন হৃদয় উজার করা হাহাকার
কে দিবে আর?
যে জলে আগুন জ্বলে
তাতেই আমি ছারখার।
আরো যা তুমি দিয়েছ আমায়
তার ই সম্মোহনে
এপারে আমি হাজার বছর
মুগ্ধ হবো,
সিক্ত হবো তোমার দ্রোহে।
রিক্ত হবো ভালোবেসে।
বিদায় হেলাল হাফিজ।