একটু সময় অপেক্ষা করুন
ভালোবাসার গ্লাসটা একটু ধরুন।
বুকের বাম পাশের পাজরের নীচ থেকে
বের করছি হারানো গল্পটা
শুনলেই বুঝবেন ছিলো তা কতটা করুন।

যে নদী আমার জন্য বইতো,
যে ঝর্না আমার জন্য ঝড়তো,
সে আজ মরে গেছে,
শুধু প্রাপ্য সম্মানের না পাওয়ার বেদনায়।
বুঝেন এবার কষ্ট কতো,
তাইতো আমি ডুবে থাকি
ভালবাসার মদে।
একটু সময় অপেক্ষা করুন
ভালোবাসার গ্লাসটা একটু ধরুন।