একটা সময় - কি দারুণ খেলেছি প্রেমের খেলা!
একটা সময় - স্বর্গলাভকেও করেছি অবহেলা
একটা সময়, তারপর প্রেম গেছে চলে —
সবাই চলে যায় সকলের যেতে হয় বলে
শুধু আমি থেকে যাই একা
কেউ নেই খুব আপন আমার
কেউ আমাকে পথ চলার সাথী করে না।
আমি যেন খেয়া ঘাটের মাঝি সকলের পারাপারে
দাঁড় টেনে যাই
বেলা শেষে আমি আবার
যা ছিলাম তাই ,
অপেক্ষার প্রহর গুনি
প্রেম আসবে বলে ।
আমি যে ক্লান্ত এখন
ঝড়ের অশনি সঙ্কেত শুনি,
কেউ নেই আমার
বলবে আমায় ফিরে আসো নীড়ে
রাখবো তোমায় ভালোবাসার চাঁদরে জড়িয়ে ।