কে তুমি?
ছোট্ট পিঞ্জিরায় বন্দী কেন তুমি হে
লোহার কটি তারে,
বাধা কেনো পা দুটি তোমার
এ অনল সংসারে।
তবে কি তুমিও বন্দি আজ আপন ঘরে!
মেনে নিতে বাধ্য তুমি অন্যায় অবিচার
শান্তির গান মুখে বন্দী তোমার -
অশান্তির এই কারাগারে?
তবে কি অন্যায়ে তিব্র মিছিল
হবে নাকো আর কোনোদিন!
মরিচার ধারে লোহার জীবন
বল,হবে কি বিলিন?
বক্ষে কি কোনোদিন জাগিবেনা গান
স্বাধীনতা দাও ফিরিয়ে আমায়,
হিমেল স্বপ্ন গুলো বুনিবেনা কি সন্তানে
জনম দুখিনী বাপ-মায়?
আবারো কি পরিতে হবে দাশের লাগাম
দুখিদের সারা দেহে রক্তের ঘাম
বইবে কি আবারো ফিরে,
নতজানু শীর,পরধীন জীবন
বল,হব কি আপন ঘরে?
কেবা চাহে বলো অবিচার
নিমিত্তে শ্বসনে-দুঃশ্বসনে দহিতে বারবার,
ভুলে যেতে চায় কেবা সুখের সিংহাসন
বল, ঘুচিয়া যাবে কি আবার!
কবে বল ভাঙিবে ঘুম মানষে ঘরে ঘরে
হানিতে আঘাত দুর্বিত্তের মায়াহিন কারাগারে
বাতাসে বাতাসে ভাসিবে স্বাধীনতার সুবর্ণ উচ্ছ্বাস
সাধনায় সুখ পাব ফিরে ফিরে।