দিন আসে দিন যায়
সময় সময়ে ধায়,
মাঠে মাঠে শষ্য বুনি
সবুজ শ্যামলে তাতে ফুলে ফলে ভরে যায়।
সময় কাটে
মাঠে মাঠে সোনালী আভা আসে,
নীলিমা আকাশে নিত্য বয়ে যায়
মাঠ্য প্রন্তরে বিরান নেমে আসে।
আবারো তাহাতে স্বপ্ন বুনি
গাই বিলাসির গান
বর্ষা ফিরিয়া আসে,
মধুরিরা পায় নতু জীবন
নিমিত্তে সবুজ শ্যামলারা জোয়ারে ভাসে।
নদীরাও ফিরে পায় মায়াবি রূপ
ভরে উঠে কাশফুলের শুভ্র শোভায়,
জোনাকিরাও লুকোচুরি খেলে
অশত্থ্য ডালের ফাঁকে, ফিরোজা এ বসুধায়।
আপনার তান যেন আপনি শুনি
চাহি অরণ্য কানন পানে
তাহা ফুলে ফলে ভরা,
ভ্রমোরেরা ছুটে আসে মধুর টানে
সত্যি এ সংসার মহিমা গড়া।
প্রজাপতি ডানা মেলে বিচিত্র রঙের
সুখ স্পন্দ ফিরে পাই নির্ভাবনার,
জ্বলে উঠে আনন্দ শিখা
ছাই হয়ে যায় বিসাদ আলয়।
প্রাণ খুলে বলে উঠি মায়াবি তুমি
সুখে দুখে ধেয়ে যাই সোনালী ছায়া
জেগে উঠা নদীর চরে,
খুজে পাই রূপকথার শতবর্ষের
আপনাতে জেগে উঠি আপন করে।
আবারো তাহা হারিয়ে ফেলি
অনাদৃত শাখে
নিভে যায় বৈশাখে,
জেগে ওঠা কলিফুল গুলি
গ্রীষ্মের রোদ্দুরে ভিজে।
মরিচিকায় জল দেখি,পিপাসয় পেতে চাই
সবকিছু মিশে যায় আপনাকে ভুলে যাই,
ফিরে দেখি রংধনু সাত রঙে সেজে সারা
ধাওয়া করে কাছে যেতে সব যন নুয়ে যায়।
বলি তারে ছলনাময়ী
এমতায় ঘুরে যায় বছর বছর
কতযে তহাতে স্বপ্ন বুনি।