ঐ যে সহস্র ক্ষুধার্ত মুখ,ক্ষুধায় ঢলে পড়ে
কে দেবে খাদ্য তাদের,
কে দেবে একটু সহায়,হাসি, অনুপ্রেরণা
একটি সবুজ স্বপ্ন অনিত্য সুখে বাঁচার।
গৃহহীন কতেক অবুঝ শিশু পথে পথে ঘুরে অনাহারে
অনাথ, সহায়সম্বলহীন, শুশ্রূষা বিনা-
কে দেবে ওদের দুচোখে শিক্ষার আলো, বাঁচার একটু আশা
কে দেবে ওদের মাথা গজাবার ঠাঁই, ঘুচাবে যন্ত্রণা।
কে আছে এমন দুটি হাত বাড়িয়ে দেবে'
কে আছে এমন বীর-উদার পিড়িতোদের অকাট্য দুখে-
উদ্যত কন্ঠে ভুলাবে সকল ব্যাথা
কে আছে মহান,সর্বশ্রেষ্ঠ সৃষ্টি-ব্যাকুল চরাচরে।
এগিয়ে এসো-----
এগিয়ে এসো ওহে বীর, বীরশ্রেষ্ঠ মহাজন -
মানুষের মাঝে ছড়িয়ে দাও সুখের আলিঙ্গণ।
হাজার প্রাণের রক্তের ঘ্রাণে যখন সিক্ত ধরিত্রী
বিমর্ষ-বিমুঢ় স্বজনের মুখে মুখে শোক গান,
কে ঘুচাবে তাদের অনল যন্ত্রণা
কোথায়, কোন সে মহীয়ান।
যখন বিষন্ন প্রকৃতি,রুদ্ধ কন্ঠে কাতর
কে এনে দেবে প্রকৃতিরে দুর্লভ, মায়াবী, সুরভিত আঁচল-
কোন সে ব্রতচারি
সীমাহীন সাহসে সত্যে অবিচল।
কে এনে দেবে একটি আদর্শ জাতি
মানুষের মাঝে মানুষের সমাহার,
মুছে দেবে সকল কলঙ্ক,আঁধারে ভরা সহস্র ইতিহাস
কে আছে এমন সৃষ্টির মাঝে মহান অবতার।
এগিয়ে এসো -----
এগিয়ে এসো ওহে বীর, বীরশ্রেষ্ঠ মহাজন,
শোনো,শোনো ঐ অগনিত মুখে-কাতর আহ্বান।