এই তো  আমার দেশ,

এখানে আজানের সুরে সুরে ঘুম ভাঙে'
পাখির কুজনে রঞ্জিত প্রভাত-
সবিতার হলুদাভ আভায় আমাদের গৃহে,
কোটি কোটি প্রাণ
নিরন্তর জেগে ওঠে।

এই তো আমর দেশ,

এখানে মৈত্রীর বাধঁন অটুট থাকে
জননীর সুবিশাল আঁচল কোনে,
বিস্তির্ণ ভূমির বুক চিরে জেগে ওঠে বৃক্ষ শত
হঠাৎ আসাতীত আনন্দ ভরে।

কোনো এক অজানা শৈলরাশির সাথে ভাব জমায়
বিশাল সমুদ্দুর,
মৃত্তিকার বুক চিরে বয়ে চলা শত নদী  মিশে মোহনায়
মনোহোর ঢেউ খেলে-বড় সুন্দর।

এই তো আমার দেশ,

এখানে পাহাড়ের বুক চিরে ঝর্ণা ঝরে-
সাতশত নদীর বুকে অজস্র ডিঙি নৌকা'
এখানে সবুজের বুকে কত নিড় গড়ে ওঠে  অজানা'
শৈবাল রাশির বুক চিরে সবুজের আত্মীয়তা'
এখানে সবুজের কোল ঘেষে পুব দিগন্তে সূর্য  হাসে।

এই তো আমার দেশ ৷৷