তিমির রাত্রে নিস্তব্ধ যবে গ্রাম
তুমি জায়নামাজে বসে,
মাতাল ঘুমে শত প্রাণ
দুচোখ তোমার জলে ভাসে ভাসে।

তুলে ধর শত ব্যথা
আর্জিতে শত কথা
নিশীথে ঘুমের মায়া ত্যাগ করে ওই,
অনুতাপে ভরা অশ্রুতে দৃঢ় করিয়া মন'
ভেঙে উচ্ছৃঙ্খল-শৃঙ্খলার দ্বার
আপনাতে শোভা দাও শোভিত কানন'
আত্মগ্লানিতে দুচোখ ভিজে যাই-
সিক্ত কর গো জীবন।

দৃঢ় প্রতিঙ্গিত কর আপনারে
কান্না-ব্যথা-জর্জরিত কন্ঠে ডাক প্রভুরে,
ছেড়ে দেবে বল অপকর্মের সকল আস্তাবল
প্রভুর চরণে লুটিবে অকাতরে।

কথা দাও
কথা দাও তবে!

তবেই তো প্রভু মোর জগদীশ্বর
আপনাতে ঢেলে দিবে সুখের নহর,
কেটে যাবে তোমার আনন্দময় জীবনের অভিলাষ
সুখ-শৃঙ্খলতার বাঁধনে বাঁধিবে চরাচর।