চলো হে পান্থ সুখের সন্ধানে
মিছেমিছি হেসে আর কি হবে,
যখন সহস্র ম্লান মুখ কেঁদেই চলছে নিরবধি
বিস্তৃত হুতাশনে দাহ্য সবে।
চলো,
এনে দিতে হবে তাদের অন্য,বস্ত্র,শিক্ষা'
পঞ্চত্বপ্রাপ্ত এক কানোনে ফুটাতে হবে কুসুমকলি
চলো হে পান্থ নির্ভিক,বাধার সীমানা ভেদি।
আঁধারে ঢাকা যে সমাজ অনন্তকাল
কেমনে হবে সেথায় শিশুরা আলোকিত,
আসুক সহস্রশতাব্দীর ইতিহাস ভেঙে জোনাকির ডানায় জোৎস্নারা ভর করি'
শত-লক্ষ-কোটি ধূসর চোখে
ছড়িয়ে পড়ুক আলো,
বিভৎস সমাজ হোক স্তম্ভিত-
চলো হে পান্থ
এগিয়ে চলো।