স্বচক্ষে আখি মেল, গৃহ মেতেছে সজ্জায়
তীব্র খরার এক মরুউদ্যান হতে হবে পার,
তীব্র রৌদ্র,ঝোড়ো হাওয়া পুলকিত পায়
যেথা বেঁধেছে হরতাল আর-
মরিচীকা প্রলয়লয়ে মাতিছে সংসার,
হে গৃহমুখি তুমি বেছে নাও নব সংগ্রাম
জীবন মরণ-পন আর আপনার মাঝে
বিধাতা রেখেছে চরম সুখের এক নব ঝংকার।
নিত্য চেতনা নিয়ে এগিয়ে চল
সত্য সাধনার এই অবিচল পথে,
তুলে ধর আপনাকে এ পাঠশালায়
রণক্ষেত্রের প্রতিটি কণা সাজিয়ে।
তুমি বীর
তুমি অনাদৃত নও
তুমি শংকর
তুমি পরাজিত নও
অত্যাচারির কপালে কালোমেঘ তুমি
অত্যাচারিতের টুকরো হৃদয়ে প্রেমের নিলিমা তুমি
এনে দাও হারানো এক বৃদ্ধের স্বাধীনতা
একটি শিশুর চোখে একটি নতুন স্বপ্ন,
আপনাকে বুনি শিল্পীর খাতায়
একটি বারের জন্য।
ফিরিয়ে দাও তুমি দুখিনীরে আসল সিংহাসন
অনাথের দু'হাতে শক্তি নতুন,
বিরানে জেগে উঠুক মায়াবীর খেলা
ছলনার হাতে জ্বলে নিয়তির দান।
তুমি পারবে
বিজয়ী তুমি হেসে হেসে,
প্রলয় আনিত শ্বাপদসংকাকুল এ পথ শেষে
প্রতিটি মুখে হাসি ফুটাতে নব চেতনায় ,নব
উচ্ছ্বাসে।