তুমি চলে যাচ্ছ বন্ধু!
      যাও,

বিদেশের মাটিতে খুব ভালো থেকো।
কোনো জোৎস্না রাতে যদি মনে পড়ে আমাকে-
জোনাকিরা যদি খেলা করে চাদরে আলয়
জেনে নিও আমি সেখানেই আছি
বিনিদ্রিত সেই অমানিশায় প্রাণ খুলে ডেক।

আর যদি ভুলে যাও এই অধমেরে
শৈশবের ফেলে আসা স্মৃতি গুলি,
গাঁয়ের ঐ সরু পথটা,সারি সারি তালগাছ-
জাম বাগান আর নিলুদের বড় পুকুর
                               "আমতলী "
সব যদি মুছে যায় তোমার স্মৃতি থেকে,
  তবে মনে রেখ বন্ধু -
প্রত্যন্ত এ গাঁয়ে তোমরা আশায়
সেদিনও কেউ একজন বসে আছে।
      তুমি ফিরবে বলে!