(খন্ডাংশ-২)
-----    ------     ------
-----   -------   ---------
-----   -------     -------
আমি দেখতে পাই স্বামী হারা এক দুখিনী মায়ের ঘর
আর্তনাদের চরম দিনে সবে যেন তার পর,
একাকিতা,শূন্যতা,ছেলে হারানোর বিঘ্নতা
তুলেছে যেথায় ঝড়।

শুনতে পাই করুন শুরে এক ছোট্ট শিশুর চিৎকার
          "বাঁচাও আমাকে বাঁচাও
              আমি বাঁচতে চাই
        আমি মা'র কাছে যেতে চাই "
তৎক্ষনাৎ গর্জে ওঠে রাইফেলের এক হুংকার
ফিনকি রক্তে নিথর শিশুখানি মাটিতে পড়ল লুটি
দেখার রহিলনা কেউ তার।
দেখতে পাই ধর্ষিতা রমোনির মৃত্যু শোকে
                বৃদ্ধ পিতার কান্না ভাঙা!

আমার চেতনা আমাকে তাড়িত করে
আমি হারিয়ে যাই তাদের মাঝে বারবার
আমি উদয় হব একদিন  
বর্বর শোসকের বর্জ কন্ঠ রুখে দিতে-
জেগে উঠি এ স্বপ্ন নিয়ে
                 হার না মানা ৷৷  

-----  -----  -----  ----
-------  -----  ---------
-----  -----  -----  ----