কুসুমকলিদের ঘুম ভাঙে পাখির ডাকে
ভরের দর খুলে যবে, সবিতার আলোতে।
ওরা সুরভি ছড়ায়,
মুগ্ধ করে চাতক পাখির হৃদয়
কারোর কিনচিৎ সুখের জন্য
নিজেকে ও বিলিয়ে দেয়।

কিন্তু মনবের দিকে তাকাও?
ঘুমের ঘোরেও কেউ যেন কাউকে খুরিয়ে খুরিয়ে খাচ্ছে
সেই আর্তনাদ,চিৎকারে নিজেদের ঘুম ভেঙে
যায়,
অথচ মজলুমের যন্ত্রণা চির অমর-
তাই স্বপ্নকেও আজ বড় ভয় হয়।