আমি আজ আমার কথা বলতে চাই না!
আমি আমার কথা লিখতেও চাই না!
কেন জানো?
ঐ যে আফগান,রাশিয়া,ইউক্রেন,ফিলিস্তিন,
আরাকানে যে রক্ত গুলো ঝরছে
ওরা আমার পরিচয় জানে,
অবাধ সুরে ওরা যেন বলছে আমায় আমরা আর ঝরতে চাই না
মানবের বুক চিরে পড়তে চাই না।
কিন্তু আমি এক উদম রাক্ষস
আমি রক্তের ঘ্রণ খুব ভালোবাসি
ওদের চিৎকার, আর্তনাদ আমায়
খুব ভালো লাগে।
তাইতো আমি আজ ওদের থেকে অনেক দূর
বয়ে চলা রক্তের নদী, থামাতে পারি না।