হঠাৎ অগোছানো ভাবনার আড়ালে মুছে যায়  জীবন
কেউ আর খুজে দেখে না,
জীবনের বিস্তৃত কতটা সময় পার হয়ে যায়
বিরহ বেদনা মাঝে আজ সব অজানা।

অনেক গভীরে হারিয়ে গেছে সেই চেনা মুখগুলি
ফিরবে না আর কনোদিন,
বিস্মিত উদাস হৃদয় চেয়ে আছি আজ
নির্বাক চিত্তে ---ধূসর মলিন।

জানি না কেমন আছে ওরা
ওদের মনে পড়ে কি আমাকে?--জানি না!
বড় সুখেই ছিলাম একসাথে
হঠাৎ ভাগ্যাকাশ ছেয়ে নিলো কালোমেঘে
আধারে আধারে ঢেকে গেলো আনন্দ সব
হয়ে উঠলো আকাশ প্রেমহীন,মায়াহীন
                                      মৃত্যুঞ্জনা।
হঠাৎ শুরু হলো রক্তক্ষয়ী কালবৈশাখী
নিমেষে আচড়ে পড়লো তান্ডবের আগ্রাশন,
কারোর রক্তাক্ত হাত, মৃতদেহ কারোর
পড়ে রইল উঠানে
অতৃপ্ত হৃদয়ে নিজ হাতে সেই ক্ষতবিক্ষত দেহধাম
                           তুলেছি সেদিন।

সহসাই হেনেছে আঘাত
ওরা আমার কথা শুনেনি কখনো
একটি জীবনের মূল্য ও ওরা দেয়নি,
শুধু ওদের ধবংশাত্বক অশ্র কতেক ফেলে গেছে
ওদের বেলাঘাম নৃশংস অত্যাচারে আজ শূন্য আমার গৃহখানি।

ওরা হয়তো বোঝে না স্বজন হারানোর অকাট্য
                                          যন্ত্রণা
প্রেমহীন ওদের জীবন,তীক্ষ্ণ বাবলা কাটার মত-
আঘাতই শুধু  হানে,
আনন্দ-দুখের অনুভব হীন অতৃপ্ত দানব ওরা
ওরা আদীতেও বোঝােনি জীবনের মানে।

আজ আমি বড়ই একা -------!

                   জানো!
উদাস চিত্তে হাসি মুখে ঘরের দ্বার ঠেলে
প্রবেশ করেনা মোর ছোট্ট বোনটি,
সহসা পিছন থেকে এসে চাপড়ে ধরে না
অবুঝ চঞ্চল ভাইটি।
সেদিনই ওরা হারিয়ে গেছে ------

আজ আমার শূন্য গৃহ যেন খা খা মরুভূমি,
সেখানে হাতড়ে বেড়াই হারিয়ে ফেলা স্মৃতিবিজড়িত মুখ '
খুঁজে পাইনা ওদের
মোর জীবন আজ বড় অতৃপ্ত,বেদনাময় চরনভূমি।