ইট ছুড়েছি
    পাটকেল খাব সেই প্রতিক্ষায়
বক্ষে ঘর্ম ঝরে
     অঝোর ধারায়।

সংকল্পে ভিতি আসে
         নব মনস্কে ক্ষতি বাজে
তব বগলে হাত রেখে
         ঘাপটি মেরেছি ভয়ে।

কখন কী হয়
         সদা ভয়-সংশয়
কপোল বেয়ে অশ্রু বয়
          নব-নব সংকায়।

শোকাশ্রু অভয়ে বলে
          নিতি কথা নব ছলে
মীমাংসার মগ ডালে
          তব ভিতিটাই আগে দলে

মাতাল চেতনাগুলি
           চলতেছে দুলি দুলি
ভিতিকে নিরঙ্কুশ বলি
           পিছনে আমিও চলি

নির্ভাবনার নিঃসংগ বলে
            মানষে ক্ষতি ফলে
আমি ও চলেছি সদা
            ভিতির কবলে।

অপরাহ্নে আমিত্ব ভুলে
           এ মানষ সমনে পেলে
প্রলয়ঙ্করি তুফান তুলে
           গাত্রখানির মোচড় মেলে।

এ স্বত্ব তাহারও জটিল
          সর্বাঙ্গে চর্ম কাটিল্
সংকল্প আবারও টলে
          আধারও বাঁধন ঘুচিল্।

অলক্ষ্যে সাঙ্গবলে
          বক্ষে নব চেতনা তুলে
সাঙ্গ বেলা দিশা পেলে
           সু ইচ্ছায় সদুপায় মেলে।

সময় তখনি শেষে
          নব নব রুপে সেজে
আমারে ডাকিয়া বলে
          "বাঁচিয়া প্রয়ানে মেতে-
           স্বচক্ষে শিক্ষা পেলে"?