আমি চলে যাচ্ছি অনেক দূরে,
কোদিন যদি তোমদের ভুল ভাঙে
তবে আমাকে আর মনে করিও না-
হয়তোবা সেদিন আমিও চলে যাব আমাকে ছেড়ে

একদিন আমার অস্তিত্ব কেউ জানবে না।