নতজানু শির তাদের দুমড়ে মুচড়ে গেছে নয়মাসে,
নির্যাতনের লেলিহান শিখা উঠে গেছে লাল শিখে।
তাদের আগ্নেয়াস্ত্র,মেশিনগান,টোটা, আর রাইফেলের জবাব ও আমরা দিয়েছি,
ছোট্ট সোনার এ ভিটায় কতশত দূর্গ গড়ে
তুলেছি।

লক্ষ জনতার স্বপ্নই ছিলো স্বাধীনতা
তেপান্তরে বর্গীদশ্যুর পরাধীনতা।
টগবগি প্রতি রক্তকণার স্বপ্নই ছিলো জয়বাংলা
ইন্দ্রশক্তির প্রতি বক্ষে ছিলো
জয়বাংলা
ছিন্নবিন্ন বুকের লাল রক্তে লেখা ছিলো জয়বাংলা
মানহানি মার প্রতি সতিত্বে ছিলো
জয়বাংলা
ছেলে হারা জননীর প্রতি নিঃশ্বাসে ছিলো জয়বাংলা
প্রতিটি প্রেণর স্পন্দনে ছিলো
জয়বাংলা।

নদীমাতৃকা এভূমির প্রতিটি কোণায়
ছেয়ে নিয়েছিলো রক্ত ক্ষুণের নবচেতনায়।
অবশেষে,
স্বাধীনতা এসেছে রক্তে রাঙানো এখুনের ভিটায়,
মর্মস্পর্শী লাখ শহীদের চিরকির্তির লাশ
ডিঙায়।