(খণ্ডাংশ -১)
তুমি কি স্বচক্ষে দেখেছিলে ভাই বায়ান্ন আর
একাত্তরের প্রভাত,
আমি কিন্তু ভাই দেখিনি -
শুধু দেখেছি কিছু ফটো,অ্যালবাম আর
কিছু ভিডিও
তাতেই প্রলয় এসেছে অবাধ,
এহৃদয় খন্ডে। লোমকূপে প্রতিটি লোমখাড়া
ঝম ঝম সমস্ত এ গা-খানি।
মনে হয় যেন আমি কবি নজরুলের
সেই বিদ্রোহী
আমি প্রলয়ের সাথে খেলা করি
আমি টোটা,রাইফেল আর অ্যাটমের বারুদ
আমি দিশেহারা, প্রতিশোধ চাই
আমি উন্মাদ -
কবি কাজি নজরুলের সেই বিদ্রোহী।
আমার এখুনের চির যন্ত্রণা-
বয়ে নিয়ে যায় আমায় অনেক দূরে,
আজো দেখতে পাই রক্তমাখা দেহধাম ছিড়ে
ছিড়ে খায় হায়নারা
কুকুর, শেয়ালেরা টানে বারেবারে।
আমি আপনাকে হারিয়ে ফেলি আপনার মাঝে
উদয় হব বলে প্রলয় হয়ে,
গুড়ে দিতে দুঃসহ শোষণের নিঃসতা
জেগে উঠি আমি এশপথ নিয়ে,
হার না মানা ৷৷
---- ---- ---- ----
---- ------ ---- ----
---- ------ ------ ---