যে শব্দগুলো আগে কবিতা সাজাতো
সে শব্দগুলো আজ ছুটছে দিশেহারা হয়ে ।
আজ তারা স্থিতিশীলতা হারিয়ে ফেলছে
পারছেনা একে অপরের পাশে দাড়াতে ।
আজ পাড়ছেনা আবেগ ঝড়াতে
তারা আজ নিষ্ঠুরতার সাক্ষী ।
তারা শুনেছে ভালোবাসার চিৎকার
যা প্রেয়সীর হৃদয় ছুঁতে পারিনি ।
তারা অনুভব করছে ভালোবাসার অনুভূতি
যা অজানা ভয়ে প্রকাশ হয়নি ।
তারা দেখছে প্রেমিকের ভালোবাসা ভরা মুখ
যা প্রেয়সীকে বুঝাতে না পেরে ঝড়িয়েছে অশ্রু ।
কবিতার সেই শব্দগুলোই আজ এসবের সাক্ষী
তাই তাদের প্রতিবাদ সাজাবেনা আর কবিতা ।