আমাদের বড় নদী
চলে তেড়ে ফুড়ে
দুই পাড়ে বাড়ি ঘর
উঠেছে গড়ে।
আষাঢ় মাসে সে
চলে দাপিয়ে
দু'পাড় তার জলে
যায় ছাপিয়ে।
পাড় হওয়া যায়না
নৌকা নিয়ে
ভয় আছে ডুবে যাওয়ার
মাঝ নদীতে গিয়ে।
বড় বড় জাহাজ তার
চলে বুক চিরে
আমরা দেখি তা
দাঁড়িয়ে তীরে।
প্রতিদিন মাছ ধরে
জাল ফেলে জেলে
ইলিশ, রুই, কই
সব মাছই মেলে।