খোলা জানালার পাশে বসে
        আকাশের পানে চেয়ে থাকি,
প্রকৃতির সবুজ রং এনে
       সাদা কাগজে মনের কথা আঁকি।

খোলা জানালার পাশে বসে
         কতশত কথা মন ভাবে,
আকাশে উড়ে যাওয়া পাখির ঝাঁকে
         উড়ে যাই কল্পনায় নীরবে।

খোলা জানালার পাশে বসে
        পাখিদের গান শুনি,
বৈচিত্র্যপূর্ণ সুরের মূর্ছনায়
         হৃদয়ে ছন্দ বুঁনি।

খোলা জানালার পাশে বসে
         মনের সুখকথা শুনি,
চাঁদনী রাতের তারার মেলায়
        এই মনের স্বপ্ন কিনি।

খোলা জানালার পাশে বসে  
        সুখ খুঁজি ফুলে ফুলে,
বসন্তের মৃদু শীতল বাতাসে
        নতুন সুর জাগে মনের কূলে।

খোলা জানালার পাশে বসে
       এলোমেলো স্বপ্ন সাজাই,
আকাশে জমে থাকা মেঘ দেখে
         জীবনের দুঃখ-কষ্টে হারাই।

খোলা জানালার পাশে বসে
         ভুলে ভরা জীবন কাঁদে,
বাহিরের ঝির ঝির বৃষ্টি দেখে
         আটকে যাই দুঃখেরি ফাঁদে।