ফিলিস্তিন ভূখণ্ড
(আবু সুফিয়ান)
------------------------------
ঘুমন্ত ওই আরব বাজ
ঘুমিয়ে আছে শক্ত।
আকসায় আজ লেগে আছে
ফিলিস্তিনের রক্ত।
গাজাবাসী গাযওয়ায়
আরব বাজ ফাতাওয়ায়।
মুনাফেকি জীবন আমার
বস্তুবাদী দুনিয়ায়,
অস্ত্রহাতে গাযওয়ায়
হামাস গেলে জঙ্গি বানায়।
নারী, শিশু রক্ত ঝরায়
বোমার বিস্ফোরণ আকাশ ফাটায়।
বুক চিড়ে কান্না আসায়
ফিলিস্তিন, আমার বুকে স্বপ্ন বুনায়।
আকসা মোদের, বিজয় মোদের
ইমাম মাহদী আসছে ধরায়।
দেখবে একদিন শরীয়ায়
আকসা মোদের বিশ্ব চালায়।