শশধর
---------------------------
সহজ, সরল,প্রাঞ্জলতা ঐ চাঁদ
মানুষ কেন বিষাদে ভরে এই রাত।
চাঁদের ঐ আলোতে যদি ম্লান হয়ে যেত
দুঃখ গুলোকে ঘুচে, সুখ গুলো নিত।
অন্ধকারাচ্ছন্ন আকাশে এক টুকরো শুভ্রতা
ফুটে আছে দুনিয়ায় বিচ্ছিন্ন আশা
তবুও কেন বুঝে না মানুষ
চাঁদের ঐ ভালোবাসা।
ব্যস্ততার এই শহুরে,
বুঝে না! চাঁদের কি মায়া রে!
একটু কি হয় না দৃষ্টিগোচর?
ডাকিতেছে যে তোমারে।
তাকালে চাঁদের দিকে
বুকভরা আশ্বাস দানা বাঁধে
ফিরে যাই সৃষ্টির মাঝে মায়াভরে।
কুটিলতা থাকে না মানুষের মাঝে।
ভালোবাসা বিলিয়ে দিবে, চাঁদের ঐ আলোতে।