বিয়ে
--------------
বিয়ে হলো পবিত্রতা,
গোনাহমুক্ত জীবন গড়া।
তুমি আমার অর্ধাঙ্গিনী,
আজও তোমায় স্বপ্নে দেখি।
ছুঁয়ে দিলে এই মন
হারিয়ে যাব সারাজীবন।
খুঁজি আমি রবের পানে
কবে তুমি আমার হবে?
পেতে চাই তোমার ছোয়া
তাইতো করি বিয়ের দোয়া।
দ্বীন আমার অর্ধেক,
খন্ড চাঁদের আলো।
তোমায় নিয়ে হতে চাই,
পরিপূর্ণ ভালো।