"বাবা"
------------------
স্মৃতির পাতায় লুকিয়ে আছে,
ছোট্টবেলার পাতানো রেখা।
দুষ্টুমিতে মিশে ছিলো অভিপ্রায়ের খেলা।
বাবাই যেন ছিলো মোর,সঙ্গ দেবার পালা
ভালোবাসা লুকিয়ে রাখতেন,বুঝিনি ছোট্টবেলা।
তিলে তিলে যখন সিঁড়ির মতন,
কৈশোরে দিয়েছে পদার্পণ।
তোমাকে ঠকায়ে দিয়েছে যাঁরা
রাজপ্রাসাদের জীবন।
বলোনি তাঁদের, ভুলিনি মোরা
এইতো তোমার জীবন।
অভাব যখন দিয়েছে নাড়া
দাদী হইলো অসুস্থ, তুমি হলে দিশেহারা।
মাসের পরে মাস চলে যায়
বাজার হয়না টাকা ছাড়া।
তবুও তুমি ছেড়ো নি হাল, তুলেছ পাল
মাঠে-ক্ষেতে প্রান্তরে।
খাবারের যোগান দিয়েছ বটে,অসুস্থতার কি হবে?
এভাবে আর হয়না চলা, তারই মাঝে দাদী গেল চলে।
দাদীর জমি ছিলো তোমারি
কেঁড়ে নিল চার শুকুনে।
চার সন্তানের কথা চিন্তা করে,
বৃদ্ধ বয়সে প্রবাসে পাড়ি জমালে।
শকুনের থাবা আজও যেন ভাসে
মোর দেহ- হৃদয়ে।
তোমার এই ত্যাগ তিতিক্ষা
ভুলে যাই কি করে?
ভালোবাসি বাবা শুধুই তোমাকে।