স্রোতবাহী জলে
লবণ অণুর মতো
বয়ে বয়ে যায় প্রাণ

গলন অমোঘ ওরে
ভৌতিক তাড়না যতো
বলে কসমিক টান