যে ভাষায় প্রথম আমার
ফোটে মুখের বুলি,
যে ভাষায় শির উঠিয়ে
বিপ্লবী সুর তুলি,
যে ভাষায় রাখাল তোলে
বিরহের ঐ সূর,
যে ভাষায় ভেসে আসে
নাতে রাসুল সুমধুর,
যে ভাষার জন্য ওদের
বয়ে যায় রক্তের বান,
যে ভাষায় আমি হাসি কাঁদি আর গেয়ে যাই সাম্যের গান,
সে ভাষা কোটি হৃদয়ের
বাংলা ভাষার নাম ।