নীরব হয়ে বসে আছি
পুকুর পারে একলা ।
উপর দিকে তাকিয়ে দেখি
আঁকাশ পুরোই মেঘলা ।
তবুও আমি উঠছিনা
বাতাস এলো ধেয়ে ।
এই ভাবিয়া বৃষ্টি বুঝি
পাপ নেবে মোর ধুয়ে ।
মেঘেরা সব ভেসেই গেলো
আসবেনা আর বুঝি ।
পাপ মোচনে এবার তবে
অন্য উপায় খুজি ।
ভেবে ভেবে ব্যকুল আমি
উপায় নাহি পাই ।
অন্তরে মোর আধার কালো
কার পরশে যাই ।
হঠাত্ করেই মধুর সুরে
আযান এলো ভেসে ।
উপায় বুঝি পেলাম এবার
উঠি অবশেষে ।
ওযু করে নামাজ পড়ে
খোদার দরবারে ।
হাত উঠিয়ে বলি আমি
ক্ষমা করো মোরে ।
নানান রকম পাপাচারে
অন্তর আমার কালো ।
দুর করিয়ে পাপের রাশি
দাও হৃদয়ে আলো ।