পরন্ত বিকেলে বসে একলা
আকাশ প্রাণে হঠাত্ দৃষ্টি ।
শুভ্র আকাশ হঠাত্ মেঘলা
কি অদ্ভুধ এ বিশাল সৃষ্টি ।
কখনো ধবধবে সাদা রুপ
যেন সে বড়ই নিষ্পাপ ।
শান্ত স্বভাব একদম চুপ
আবেগহীন নেইও পরিতাপ ।
কখনো নীল চাদরে ঢাকা
তাহাতে এক রবি ।
যেন রংতুলিতে আঁকা
শ্রেষ্ট শিল্পির ছঁবি ।
কখনো ধারণ রক্তিম বর্ণ
খন্ড খন্ড লালিমা ।
কখনো যেন দেহ বিধির্ণ
ছাড়ছে পাপের কালিমা ।
কখনো অঝোর ধারায় ক্রন্ধণ
সব সুখ যেন বর্জন ।
কখনো ক্রোধে ফেটে দেয়
বিকট শব্দে গর্জণ ।
কখনো হাজারো তাঁরার মেলা
মাঝে হাসি ছড়ানো চাঁদ ।
কথনো লুকোচুরি খেলা
আবার চন্দ্র গ্রহনের ফাঁদ ।