আমরা দেখে নেব
অবশ্যই বলছি আমরা,
দেখে নেব।।
সেদিনের অঙ্গীকার তো করাই আছে,
লেখা আছে তা মহাকালের খাতায়।
আমরা মিলিয়ে নেব।
যখন পর্বতপ্রমাণ অনাচার যত,
উড়ে যাবে ছেঁড়া তুলোর মত।
আমাদের মজলুম পায়ের নীচে,
তখন ক্রন্দসী হবে স্পন্দিত,
আর আমাদের জালিম শাসকের মাথা
তখন হবে বজ্র লাঞ্ছিত।
আরশ-কুর্সির ছায়া থেকে
যখন ভন্ডামির মুখোশ হবে বিতাড়িত...
যখন আমরা যারা ন্যায়েতে বিশ্বাস রাখায়
হয়েছিলাম পূন্যভূমি থেকে নির্বাসিত...
পাব আশার অক্ষয় আসন।
তখন সকল মুকুট খসে যাবে
তখন সকল তখতের হবে পতন।
থাকবে কেবল ঈশ্বরের লীলা
যা অদৃশ্য কিন্তু সর্বময়
যা স্বাক্ষী ও প্রকাশ, উভয়
আমরা হকের তরে আওাজ তুলব
যাতে তুমি আর আমি সবাই শামিল
তারপর অমৃতের পুত্রকন্যারা করবে শাসন
যাতে তুমি আর আমি সবাই শামিল
আমরা দেখে নেব
অবশ্যই বলছিআমরাও,
দেখে নেব।
মূল রচনাঃ হাম দেখেঙ্গে-ফইজ আহমেদ ফইজ
(এই কবিতাটি মূল রচনার ভাবানুবাদ মাত্র)