সোনি সুরির ঝলসানো মুখে দেখেছি তাকে,
দেখেছি আহত ধর্ষিত মনোরমায়,
দেখেছি মণিপুরের নগ্ন মিছিলে,
সারি সারি হয়ে নেমে রাস্তায়।
পেয়েছি তাকে শর্মিলা চানুর অনশনে
খুঁজেছি কয়লা ভাঙার ঘামে।
খেটে চলে, দিন আনে দিন খায়,
দশকের পর দশক স্বাধীনতার নামে।
সে আসে দিল্লির নির্ভয়ার চিৎকারে,
জানিয়ে দেয় উন্নয়নের ফাঁকা বাস্তবতা।
আজ ব্যাঙ্ক এটিএমের সামনে দাঁড়িয়ে
কাতারে কাতারে আমার ভারতমাতা।