কর্মচঞ্চল মানুষ হুমায়ূনভাই
ভাগ্যের নির্মম পরিহাসে,
শয্যাবন্দী থাকেন তিনি
সময় কাটে চাপা দীর্ঘশ্বাসে।
কবিদের পাতায় পাতায়,
সময় করে ঘুরে যান।
কবিতা তাঁর ভালোবাসা,
ছন্দ তাঁর মনপ্রাণ।
হয়না আর কবিসমাবেশ
আলোঘর আলো করে।
কবিগণ যেন ছন্নছাড়া,
আছে প্রতীক্ষা অন্তরে।
সেজে উঠুক আসর আবার,
এটাই চাইছি এখন সবাই।
স্বমহিমায় ফিরে আসুন,
আমাদের হুমায়ূনভাই।