আমার মাটির ঘ্রাণ বাঁচাতে,
আমার সোনার ধান বাঁচাতে,
মা-বোনের মান বাঁচাতে,
আমিও আজ হুদুড়।

তোমাদের সভ্য চোখেতে
আভিজাত্যের উচু নাকেতে
যা হয়েছি আমি আজকে
ঘৃণ্য কোন অসুর।

আমাদের তোমরা মেরেই চলেছ
শত হাজার বছর ধরে।
অনেক মেরেছ তবুও আমরা
এখনো যাইনি মরে।

শপথ নিচ্ছি, বিশ্বাস রাখি
ভারতভূমিতে অধিকার নেব
নয় সেদিন সুদুর।